মাগুরা প্রতিনিধি : আসন্ন ঈদুল আযহার পূর্বে ৫ মাসের পাওনা বেতনভাতার দাবিতে আজ থেকে ২দিনব্যাপি কর্মবিরতি পালন করছে মাগুরা পৌর কর্মচারী ইউনিয়ন। 

এ কর্মবিরতীর কারণে শত শিশু ইপিআই সেবা থেকে বঞ্চিতসহ পৌর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরসবাসি পৌর কর্মচারী ইউনিয়নের ব্যানারে আজ বুধবার সকাল থেকে আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

পৌর কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান জানান , বিগত ৫ মাস পৌরসভার ১৩৫জন নিয়মিত এবং ৩৫ জন অনিয়মিত কর্মচারী বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অথচ মেয়র এবং কাউন্সিলরগণ প্রতিমাসে যথারিতি তাদের সম্মানীভাতা পাচ্ছেন। এ বিষয়ে মেয়র কোন পদক্ষেপ গ্রহন করছে না। অনতিবিলম্বে তাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে পৌরসভাসহ জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে। শত শত শিশুদের অভিভাবকরা টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: কামরুজ্জামান এর সাথে ইপিআই বন্ধ থাকার বিষয়ে কথা বললে তিনি জানান, ইপিআই বিষয়টি দেখভাল করেন জেলার সিভিল সার্জন।

এ ব্যাপারে মাগুরা পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর জানান- টাকা আয় না করলে আমি কোথা থেকে টাকা দেবো? পৌর কর্মচারিরা ঠিকমত কাজ করেন না। তাদেরকে বলেছি। টাকা আয় করে তোমাদের বেতন বোনাস নাও।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৫)