মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন বুধবার উপজেলা পাবলিক হলে সাদেকুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ১৫টি বিদ্যালয়ের ১শ ৮৯ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে আয়শা আক্তার সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রধান শিক্ষক সাদেকুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষক আয়শা আক্তার, রফিকুল ইসলাম, সমীর কুমার দাস, আলী আহম্মদ, শাহজাহান মিয়া প্রমুখ।

(এএমএ/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৫)