পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর মহাসড়কে  চৌরাস্তা থেকে বসাক বাজার এবং চৌরাস্তা থেকে লেবুখালী পর্যন্ত অটোবাইক চলাচলের দাবিতে পথ সমবেশ বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পটুয়াখালী জেলা অটোবাইক শ্রমিক লীগ। এছাড়া আন্দোলনের অংশ হিসেবে তারা বুধবার সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরে অটোবাইক চলাচল বন্ধ রাখে।

সকাল ১১টায় স্থানীয় সোনালী ব্যংক মোড়ে পথ সমবেশ করে জেলা অটোবাইক শ্রমিক লীগ সমবেশ শেষে একটি বিক্ষেভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে জেলা নেতৃবৃন্দ।

উল্লেখ্য মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১লা আগষ্ট থেকে মহাসড়কে অটোবাইক চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল চৌরাস্তা ও হেতালিয়া বাঁধঘাট থেকে ২০-২৫টি অটোবাইক জব্দ করে স্থানীয় প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে ও তাদের দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মসূচী পালন করে অটোবাইক শ্রমিকেরা।


(এসডি/এসসি/সেপ্টেম্বর১৬,২০১৫)