বগুড়া প্রতিনিধি : রাজশাহী বিভাগের আট জেলায় ৬ দফা দাবিতে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের পরিবহণ ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটি।

শনিবার বিকেল ৩টায় বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন অফিসে শ্রমিক ফেডারেশনের এক বৈঠক শেষে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডল সাংবাদিকদের এ কথা জানান।

উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে মহাসড়কে নছিমন করিমন চলাচল বন্ধ, মটর শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স প্রদানে শ্রমিকদের হয়রানী বন্ধ করা।

(ওএস/এস/মে ২৪, ২০১৪)