কুষ্টিয়া প্রতিনিধি :দিনাজপুরে ৪৪তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শহরের বিকেএসপি’র সুইমিং পুলে এ সাঁতার প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

সাঁতার প্রতিযোগিতায় বালক বড় গ্রুপে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সাঁতারু সুরুজ ইসলাম ব্যাক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে মধ্যম গ্রুপে জামাল হোসেন ব্যাক্তিগত ইভেন্টে রানার্স আপ হয়েছে।

উল্লেখ্য উক্ত সাঁতারুরা ৪৪তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা মিরপুর উপজেলা, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগীয় ও বরিশাল অঞ্চলে চ্যাম্পিয়ান হয়ে দিনাজপুরে ফাইনাল খেলায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছে।


(কেকে/এসসি/সেপ্টেম্বর১৭,২০১৫)