পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :প্রায় ৩ বছর ফাজিল অধ্যক্ষের বেতন উত্তোলনের পর এক মাদরাসার অধ্যক্ষকে আলিম স্তরের বেতনভাতা নিতে বাধ্য করা হলো। উপজেলার পীরেরহাট রহমানিয়া ফাজিল মাদরাসায় ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের পীরেরহাট রহমানিয়া ফাজিল মাদরাসাটি আলিম পর্যন্ত এমপিওভুক্ত। ওই মাদরাসায় বিগত ২০১২ সালের ১ আগষ্ট ১৯১/২০১২ নং স্মারকে দেলোয়ার হোসেনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ঠাকুরগাওয়ের একটি মাদরাসার উপাধ্যক্ষ পদ থেকে এখানে চাকুরীতে আসেন। তার ৩৮১০৮৭ নম্বর ইনডেক্সেই তিনি অধ্যক্ষ পদে ৫ম গ্রেডের পরিবর্তে ৪র্থ গ্রেডে (ফাজিল স্তর) বেতনভাতা উত্তোলন করছেন।

মাদরাসাটির গভর্নিং বডির সভাপতি বারবার অধ্যক্ষকে ৫ম গ্রেডে বেতন নেয়ার নির্দেশ দিলেও অধ্যক্ষ তা মানেননি। ফলে বাধ্য হয়ে চলতি সেপ্টেম্বরের বেতনভাতা প্রদানের সময় মাদরাসার সভাপতি ৫ম গ্রেডে বেতনভাতায় স্বাক্ষর করেন। এ ব্যাপারে মাদরাসাটির অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন- গভর্নিং বডি ইচ্ছা করলে আমাকে ফাজিলের বেতন দিতে পারতো। গভর্নিং বডির সভাপতি আব্দুর রউফ মিয়া বলেন- নিয়োগের পর থেকেই আলিমের বেতন নিতে বললেও অধ্যক্ষ তা না শুনে প্রভাব খাটিয়ে ফাজিল স্তরে বেতন নিয়েছে। কিন্তু এই অনিয়ম আমি সহ্য করতে না পেরে চলতি সেপ্টেম্বরে অধ্যক্ষকে ৫ম গ্রেডে বেতন নেয়ার নির্দেশ দিয়ে বেতনভাতা বিলে স্বাক্ষর করেছি। আমি আর্থিক কোন দায়িত্ব নিতে পারবো না।

উল্লেখ্য, জামায়াতপন্থী এই অধ্যক্ষ ভোট কেন্দ্রে অগ্নি সংযোগ মামলার প্রধান আসামী। ওই মামলায় তিনি হাজতবাসও করেছেন।

(জিকেবি/এসসি/সেপ্টেম্বর১৭,২০১৫)