কিশোরগঞ্জ প্রতিনিধি : “সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপ কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার হারুন উর-রশীদ।

এবারের মেলায় ৬৬ কোটি টাকা কর আদায়ের টার্গেট ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। কর দাতারা সম্পূর্ণ হয়রানি ও ভয়ভীতি মুক্ত হয়ে যেন কর প্রদান করতে পারে সে ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় করদাতাদের রিটার্ন দাখিল ও কর জমা রাখার ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে তিনটি কর সার্কেলের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী ও কর দাতারা উপস্থিত ছিলেন।

(পিকেএস/এসসি/সেপ্টেম্বর১৭,২০১৫)