মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে সোনালী ব্যাংক লিমিটেডের আয়োজনে বৃহস্পতিবার সকালে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ের অভ্যন্তরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর একটি ট্যারাকোটা ম্যূরাল ২০০১ সালে তৎকালীন ক্ষমতাসীন শ্রমিক দলের নেতা বিএম বাকির হোসেন ও মোহাম্মদ উল্লাহ চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসীরা শাবল দিয়ে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে আনন্দ উল্যাস করে। এর প্রতিবাদে ঐ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রজু ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ ১৭-১৮ বছর ধরে অস্থায়ী পি.টি.এস ও খন্ডকালীন কর্মচারীদের চাকুরী স্থায়ী করার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

মাদারীপুর শহরের পুরানবাজার মেলবোর্ন প্লাজার সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা খন্দকার খায়রুল হাসান নিটুল, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন প্রিন্সিপাল কমিটি মাদারীপুর শাখার সভাপতি শহীদুজ্জামান পান্না ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৫)