মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের মাস্টার কলোনী এলাকা থেকে শুক্রবার সকালে দুই কিশোরীকে পাচার করার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে মাদারীপুর মডেল থানা পুলিশ।

পুলিশ, কিশোরী ও মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, শহরের মাস্টার কলোনীতে গাউস মো. ইব্রাহিম নামের এক মুহুরীর বাসায় ভাড়া থাকতো চরমুগরিয়ার মাইক ব্যবসায়ি সাগর আহম্মেদ খন্দকার। সে তার দুই মেয়ে একজন সৎ মেয়ে ও একজন নিজের মেয়েকে নিয়ে ঐ বাসায় থাকতো। তার স্ত্রী কাজের জন্য ঢাকায় থাকে।

শুক্রবার সকালে সাগর আহম্মেদ তার মেয়েদের পাচার করবে বলে স্থানীয়ভাবে অভিযোগ পান মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা। এসময় তিনি মাদারীপুর মডেল থানায় খবর দেয়। পরে এসআই মো. শহিদুলের নেতৃত্বে ভাড়া বাসা থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

পাচার করার চেষ্টার অভিযোগে বাবা সাগর আহম্মেদ খন্দকার ও সদর উপজেলার টুবিয়া গ্রামের রিকসা চালক গফুর হাওলাদারকে আটক করে।

এসময় সৎ মেয়ে বলেন, আমার সৎ বাবা আমাদের পাচার করার চেষ্টা করছিলো। আমি আর আমার ঐ সৎ বাবার কাছে ফিরে যাবো না। ওখানে গেলে সে আমাদের পাচার করে দিবে। অপর মেয়ে এ ব্যাপারে কোন কথা বলেনি।

এ ব্যাপারে মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা বলেন, দুই কিশোরীকে পাচার করা হবে, এমন সংবাদ পেলে পুলিশ নিয়ে সেখানে যাই। সেখানে গেলে এক কিশোরী পাচারের অভিযোগও করেছে। এই ঘটনায় সৎ বাবাসহ দুইজনকে পুলিশ আটক করেছে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে পাচার করতে চেয়েছিলো কিনা বা অন্য কোন ঘটনা আছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৫)