ঝালকাঠি প্রতিনিধি: বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় ঝালকাঠির নবাগত এএসপি সার্কেল মাহমুদুর রহমানের নেতৃত্বে  ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকা থেকে পুলিশ ৩ মাদক ব্যবসায়ীকে  ১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে

গ্রেফতারকৃত মোস্তাক আহম্মেদ এবং অপর দুই ব্যক্তি পটুয়াখালীর সবুজবাগ এলাকার বাসিন্দা সওজ কর্মচারী জাহিদ হোসেন ও মো. আনোয়ার শাহাদাত। এ ঘটনায় কোর্ট পুলিশের এএসআই মো. আজিজুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাদের শুক্রবার সকালে আদালতে সোপর্দ করার পর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, ঝালকাঠিতে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে দুই পুলিশ অফিসার ক্রেতার ছদ্মবেশে মোস্তাকের সাথে যোগাযোগ করলে তাদের শহরতলীর পূর্ব চাঁদকাঠি জামলাকান্দা খ্যাত বিকনা এলাকায় আসতে বলে। সেখানে পুলিশ সদস্যরা দুই পিচ ফেন্সিডিল সংগ্রহ করে চলে গেলে মোস্তাকসহ উক্ত ৩জন শহরে ফিরে আসার পথে কলেজ মোড় এলাকায় এএসপি সার্কেল সহ পুলিশের একটি দল তাদের আটক করে।

(এএফ/বিএইচ/ সেপ্টেম্বর১৮,২০১৫ )