যিশু

প্রতিমায় তুমি নেই, তবু তুমি থাক আইকনে
যেমন কথায় নেই, অথচ শব্দে থেকে যাও;
দুহাত ছড়িয়ে দিয়ে আমার শরীরে পাই টের-
তোমার চিহ্ন রেখে যাও।
খোলা চোখে তুমি নেই, চোখ খুলে দেখি আমি তবু
তোমার করুণাময় নদী
প্রেম হয়ে বয়ে যায় শিশু ও নারীর মমতায়-
আমাকেও প্রেম দিতে যদি।