নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে সাবেক এমপির পিএসকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় তার বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়। গুরুত্বর আহতবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার  দুপুরে  উত্তর সাধারচর গ্রামের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহত মুরাদ হোসেন (৩৫) নরসিংদী-৩ শিবপুর আসনের আওয়ামীলীগের সাবেক  সাংসদ জহিরুল হক ভূইয়া মোহনের ব্যক্তিগত সহকারী।

পুলিশ ও আহতের পরিবারের লোকজন জানায়, উত্তর সাধারচর গ্রামের সুলতান উদ্দিন ভূইয়ার ছেলে মুরাদ হোসেন। তিনি সাবেক সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন চাচাতো ভাই। এরই সুবাধে আওয়ামী লীগের বিগত আমলে তিনি এমপির ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সমর্থক আওলাদ হোসেনের সাথে তার দণ্ডর সৃষ্টি হয়। দণ্ডের জের ধরে শনিবার দুপুরে মুরাদ নামাজ শেষে বাড়ি ফিরলে আওলাদের নেতৃত্ত্বে ৮/৯ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসীদল তাঁর উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুড়ে ও দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের ছুড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে। এর আগে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে স্থানীয় নতুন মসজিদের সামনে আওলাদের নেতৃত্বে একদল লোক মুরাদের উপর হামলা চালায়। ওই সময় হামলাকারীরা মুরাদকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়েজ আহমেদ বলেন, আওলাদ চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে শিবপুরসহ বিভিন্ন স্থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।


(এমদি/অ/মে ২৪, ২০১৪)