মদন (নেত্রকোণা)  প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে শুক্রবার গভীর রাতে এক বিধবাকে একই গ্রামের মৃত মগল ফকিরের বখাটে ছেলে সাইদুল (২৫) বসত ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করলে তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে লম্পট পালিয়ে যায়। এলাকাবাসী শনিবার ভোরে তাকে মদন হাসপাতালে ভর্তি করে।

ওই বিধবা জানান, শুক্রবার আমি একাই বসত ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে মগল ফকিরের ছেলে সাইদুল ঘরের দরজা খুলে প্রবেশ করে আমার মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে বখাটে সাইদুল পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুল কদ্দুছ জানান, ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাকে নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। মদন থানার ওসি এস,এম মফিজুল ইসলাম জানান, এ ব্যাপারে ওই বিধবা বাদী হয়ে সাইদুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এএমএ/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)