মাগুরা প্রতিনিধি : জনগণের মাঝে আয়কর বার্তা পৌছে দেয়া, করনেট সম্প্রসারণ ও কর প্রদানের কার্যক্রম সহজ করার লক্ষে মাগুরায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।

আজ শনিবার দুপুরে শহরের সাহাপাড়ায় জেলা আয়কর অফিস চত্বরে এ মেলা শুরু হয়। আগামী ২২ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত মেলা চলবে । এ উপলক্ষে জেলা সহকারি কর কমিশনার আহসান উজ জামান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কর কমিশনা রিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আয়কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক রোস্তম আলী, মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সার্কেল সুদর্শণ কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আয়কর প্রদানের গুরুত্ব ও আয়কর প্রদানকে সহজতর করতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। মেলা প্রাঙ্গন থেকে নতুন ও পুরাতন আয়কর প্রদানকারিদের বিভিন্ন প্রকার সহায়তা দেয়া হয়।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)