দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়নের ঢেওটুকুন গ্রামে মৎসজীবিদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

দুর্গাপুর থানায় অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার দুপুর সারে বারটার দিকে উক্ত গ্রামের বাসিন্দা তপন চন্দ্র বর্মন সহ তার সহযোগীসহ কংশ নদীর পূর্বপাড়া নদীতে মাছ ধরতে গেলে একই গ্রামের আঃ লতিফ (৪৫) ফরিদ (৪০) উভয় পিতা আবু মিয়া, তোফাজ্জল (৩০) পিতা আঃ লতিফ, কামাল (৩৮) পিতা মোহাম্মদ আলী, তপন বর্মনকে দশ হাজার টাকা প্রদান করতে বলে অন্যথায় উক্ত নদীতে মাছ ধরতে পারবে না।

তপন টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে এক পর্যায়ে উপরোক্ত অভিযোগকারীগণ তপনের উপর শারীরিক নির্যাতন চালিয়ে আহত করে তপনের নিকট থেকে জোরপূর্বক মাছ বিক্রির নগদ চার হাজার সাতশত টাকা,একটি জাল এবং মাছ ধরার নৌকাসহ নিয়ে যায় এবং উক্ত ঘটনার জন্য মামলা, দরবার হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। তপনের অবস্থার অবনতি দেখে তার সহযোগীগণ সহ আশেপাশের লোকজন তপনকে দুর্গাপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

ঘটনায় তপনের ভাই মানিক চন্দ্র বর্মন বাদী হয়ে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমি আসামী ধরার জন্য পুলিশ ফোর্স পাঠিয়েছি আসামীরা পলাতক থাকার কারনে ধরতে পারেনি অচিরেই আসামী ধরা পরবে।

(এনএস/এসসি/সেপ্টেম্বর১৯,২০১৫)