আমার এ পতাকা

শহীদ মিনার, স্মৃতিসৌধ,
গণকবর কত,
শিখা অর্ণিবান যে আজও
জ্বলছে অবিরত।

মুজিবনগর, আগরতলা
রেসকোর্স ময়দান,
কালুরঘাটে স্বাধীন বাংলা
বেতার কেন্দ্রের গান।

বীরাঙ্গনা, শহীদ, গাজীর
রক্তে মাটি মাখা,
এসব মিলে মুক্ত স্বাধীন
আমার এ পতাকা।

বহুরূপী ছড়ার শরীর

ছড়া লেখা নয় তো মোটে
খুব সাধারণ সোজা,
মনে মনে সারাক্ষণই
শব্দ লাগে খোঁজা।

হয় না ছড়া কেবল কিছু
শব্দ লিখে দিলে,
সঠিক লাগে ছন্দ-মাত্রা
এবং অন্তমিলে।

এমনি ভাবে নানা রকম
চিন্তা খরচ করে,
বহুরূপী ছড়ার শরীর
হয় যে দিতে গড়ে।


সব মিলে এক ছড়া

এই ছড়াটা পাখির
মধুর ডাকাডাকির
এই ছড়াটা ফুলের
শিউলি ও বকুলের
এই ছড়াটা মাঠের
সবজি ধান পাটের
এই ছড়াটা জলের
মাছের কোলাহলের
এই ছড়াটা বনের
এবং আমার মনের
সব মিলে এক ছড়া
বুকের ভেতর ভরা।