নিউজ ডেস্ক : সাংবাদিকরা এবার ফেসবুক ব্যবহার করে সংবাদ খুঁজতে, গোছাতে ও কনটেন্ট প্রকাশ করতে পারবেন। আর এ জন্য ‘সিগন্যাল’ নামে বিশেষ টুল উন্মুক্ত করেছে ফেসবুক। টুলটি দিয়ে ফেসবুক ও ইন্সটাগ্রামের কনটেন্ট এমবেড করে ব্যবহারের সুবিধাও থাকবে। সাংবাদিকরা টুলটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

পিটিআইয়ের খবরে বলা হয়, ফেসবুকের মিডিয়া পার্টনারশিপস বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল তার ব্লগে লিখেছেন, সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি, তারা ফেসবুক থেকে সংবাদ সংগ্রহ করার সহজ সুবিধা চান। খবর বা প্রতিবেদন লেখার সময় ফেসবুক ও ইন্সটাগ্রামের ট্রেন্ড, ছবি, ভিডিও ও পোস্টের সহজ ব্যবহার চান তারা।

এছাড়াও বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান প্রতিবেদনে ফেসবুক সংক্রান্ত বিষয় ব্যবহারের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিশেষ নীতিমালার জন্য আবেদন করেছে বলেও দাবি করেন ফেসবুকের ওই কর্মকর্তা।

‘সিগনাল’ টুলটি ছাড়ার আগে সাংবাদিকদের জন্য ‘মেনশন্স’ নামে একটি অ্যাপ উন্মুক্ত করেছিল ফেসবুক। ভেরিফায়েড প্রোফাইল যাদের আছে তারা এটি ব্যবহার করতে পারবেন।


(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)