নিউজ ডেস্ক : চীনে অ্যাপলের অ্যাপ স্টোরে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। দেশটির আইফোন ও আই প্যাডের অ্যাপল স্টোরের বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে ভাইরাস ছড়ানো হচ্ছে বলে এর ব্যবহারকারীরা জানিয়েছেন।

এদিকে দ্রুত এসব ভাইরাস মুছে ফেলতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের একটি সফটওয়ার নকল করে অ্যাপলের অ্যাপসের সঙ্গে হ্যাকাররা একটি কোড সংযুক্ত করে দিয়েছে। এক্সকোডঘোস্ট নামের ওই প্রোগ্রামের মাধ্যমে হ্যাকাররা ডিভাইস থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে।

ভাইরাস আক্রান্ত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে, চীনের ব্যাপক জনপ্রিয় উই চ্যাট অ্যাপ, একটি সংগীত ডাউনলোড অ্যাপ ও উবার নামে ভাড়ায় চালিত গাড়ি খোঁজার একটি অ্যাপ।

তবে ওই অ্যাপগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ক্রিশ্চিয়ান মনাঘান। তিনি বলেন, অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ভাইরাস আক্রান্ত অ্যাপসগুলো সরিয়ে ফেলা হয়েছে।

এছাড়া একইসঙ্গে এক্সকোডের সঠিক ভার্সন ব্যবহার ও তাদের অ্যাপগুলো পুনরায় ব্যববহার উপযোগী করতে প্রতিষ্ঠানটির ডেভেলপাররা কাজ করছেন বলে তিনি জানান।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)