ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শিক্ষক লাঞ্চনাকারী সন্ত্রাসী টুনটুনিকে গ্রেফতারের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলার আয়োজনে নর্থ বেঙ্গল পেপার মিলস উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মহিউদ্দিন।

বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ আইনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারন সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি আইয়ুব আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক মিনাজ উদ্দিন, অধ্যক্ষ আলহাজ্ব খালেকুজ্জামান, পাকশী ডিগ্রী কলেজের প্রভাষক রাজিবুল আলম ইভান, ইমরুল কায়েস পারভেজ, নর্থ বেঙ্গল পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ও রেজাউল আলম মিন্টু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র সাদনান হাফিজ, শিক্ষক আবু শাহিন, আব্দুল মজিদ, মাসুদ রানা, লোকমান হোসেন, নাজমুল হক, দেলোয়ার হোসেন, মুক্তি রাণী, সামসুল হক, ওয়াসিম হোসেন, ইসাহক আলী, উম্মে হাবিবা ও সাংবাদিক তৌহিদ আক্তার পান্না। প্রতিবাদ সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক রবিউল ইসলাম রবি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিত্যানন্দ সুত্রধরকে সন্ত্রাসী টুনটুনিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

(এসকেকে/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)