পাবনা প্রতিনিধি ইঞ্জিনচালিত নসিমন, করিমন ও ভটভটি বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকে রাজশাহী বিভাগের সবকটি জেলার সঙ্গে পাবনায়ও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

রবিবার সকাল ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়।

ধর্মঘট চলাকালে পাবনা থেকে দ‍ূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। রাস্তায় বাস ট্রাক চলাচল করতে দেখা যায় নি। পাবনা থেকে রাজশাহী, কুষ্টিয়া, বগুড়া নাটোরসহ সব রুটেই যান চলাচল বন্ধ রয়েছে।

যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা পড়েছেন মহাবিপাকে। তাদের দুর্ভোগ এখন চরমে।

এ ব্যাপারে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা ফিরোজ খান জানান, রুট পারমিট না থাকায় সড়কে অবৈধভাবে নসিমন, করিমন চলায় সড়কের দুর্ঘটনা বেশি হচ্ছে। এটা বন্ধের জন্যই ধর্মঘট আহ্বান করা হয়েছে।

(ওএস/এইচআর/মে ২৫, ২০১৪)