রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দুজনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। রাত সাড়ে ৯ টার দিকে তালাইমারী থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন রাবি শিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন ও শিবির কর্মী শহিদ।

প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আফজাল হোসেন একটি মটরসাইকেলে করে শহর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। তিনি তালাইমারী এলাকায় পৌছলে সেখানে অবস্থান করা পুলিশের একটি দল মটরসাইকেলসহ তাকে আটক করে মতিহার থানায় নিয়ে যায়। শিবিরের ওই নেতার নামে হত্যা মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর থানায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মতিহার থানার গেট বন্ধ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

রাবি শিবিরের প্রচার সম্পাদক লাবিব আব্দুল্লাহ আটকের বিষয়ের ব্যাপারে বলেন, বিশ্ববিদ্যালয় শিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন ও শিবির কর্মী শহিদকে পুলিশ আটক রাতে তালাইমারী থেকে আটক করেছে।

এ বিষয়ে, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, শিবিরের কাউকে থানায় আটক রাখা হয়নি। তালাইমারী থেকে আফজালসহ দুশিবির নেতাকে আটকের বিষয়টিও অস্বীকার করেন তিনি।

(আইএইচএস/জেএ/মে ২৫, ২০১৪)