লাগাতার বর্ষণে নওগাঁর বিভিন্ন এলাকা জলমগ্ন
নওগাঁ প্রতিনিধি: গত তিন দিনের লাগাতার বর্ষণে নওগাঁর বিভিন্ন এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে।
শহরের প্রধান সড়কের মুক্তির মোড় থেকে এটিম মাঠ, উপজেলা পরিষদের সামনে, শহরের গাঁজাগোলার মোড় থেকে বই পট্টি, বিহারী কলোনী থেকে ডিগ্রী কলেজ, সদর হাসপাতাল চত্বর ও সামনের সড়ক জলাবদ্ধতার কবলে পড়ে। পানিতে নিমজ্জিত সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এদিকে রাস্তাসহ হাসপাতালের মাঠে পানি জমার কারণে সাধারণ রোগীদের দুর্ভোগের অন্ত নেই।
অপরদিকে লাগাতার বৃষ্টির কারণে ঈদের বাজারে লোকজন নেই বললেই চলে। ঈদের কেনাকাটা যেন স্থবির হয়ে পড়েছে। পশুর হাটগুলোতেও ক্রেতা-বিক্রেতার যেন দুর্ভোগের শেষ নেই। বৃষ্টির কারণে জমছেনা পশুর হাট। সবকিছু মিলিয়ে যেন ঝিমিয়ে পড়েছে ঈদের বাজার।
প্রবীনদের মতে, ঈদের আগে আকাশ পরিস্কার না হলে তথা বৃষ্টি না থামলে ঈদের আনন্দ মাটি হতে পারে। বৃষ্টির কারণে ঈদের মাঠেও পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে।
(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ২২, ২০১৫)