কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এইচ আর ফিশারিজ এন্ড অ্যাগ্রোবেইজড লিমিটেডের গলদা চিংড়ি প্রকল্পে বিষ প্রয়োগ করে সাত হাজার চিংড়ি মাছ মেরে ফেলা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

প্রকল্পের পরিচালক নাজমা বেগম অভিযোগ করে বলেন, তিন একর জমির ওপর চিংড়ি চাষের প্রকল্প করা হয়েছে। প্রকল্পে দেড় লক্ষ চিংড়ির রেণু ছাড়া হয়েছিল। আর এক মাস গেলেই মাছগুলো গ্রেড হত। শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে রাতের আধারে বিষ প্রয়োগ করে আমার সর্বনাশ করা হয়েছে। এতে সাত হাজারের মত চিংড়ি মাছ মারা গেছে। যেভাবে বিষ দেওয়া হয়েছে তাতে আরও কয়েক হাজার চিংড়ি মাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ঘটনার জন্য একই এলাকার হোসেন আলী তালুকদারের ছেলে আজাদ তালুকদার এবং হেলাল তালুকদারকে দায়ী করেন।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বাদল বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে তা তদন্ত করলেই বের হয়ে যাবে।

(এমকেআর/এলপিবি/সেপ্টেম্বর ২২, ২০১৫)