জকিগঞ্জ প্রতিনিধি :বর্তমান সরকার উন্নয়নমূখী। জকিগঞ্জ কানাইঘাটসহ সারাদেশের হাটে ঘাটে মাঠে উন্নয়ন চলছে। পিছিয়ে পড়া বাংলাদেশ ৫০ বছরের মত এগিয়ে গেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

মঙ্গলবার জকিগঞ্জের সুলতানপুর ইউপির মাজবন্দ, হালঘাট, এলংজুরী, সকড়া, পশ্চিম মজলির ২৮০ টি পরিবারে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি দেশে বিদ্যুতের ঘাটতি নেই জানিয়ে আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। সরকারের উন্নয়নে বাধাগ্রস্থদের রেহাই দেয়া হবে না। জনগনের কাধে কাধ মিলিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

বিরোধী দলীয় হুইপ আরও বলেন, জাতীয় পার্টি জ্বালাও পুড়াও আন্দোলনে বিশ্বাসী নয়, জাতীয় পার্টির মত সকল বিরোধী দল যদি সরকারকে সহযোগিতা করতো তাহলে বাংলাদেশ ইউরোপের দেশগুলোর মত শীর্ষে থাকতো। ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার মেম্বারের সভাপতিত্বে ও জাপা নেতা হাসান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফা কামাল, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, নুমানুর রশিদ নোমান, সুলতানপুর ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, ইউপি জাপার সাধারণ সম্পাদক ওলিউর রহমান, মুক্তিযোদ্ধা আমির আলী, আওয়ামীলীগ নেতা মুহিব আলী, মোশারফ হোসেন সরফ, খলিলুর রহমান, যুবলীগ নেতা কামাল আহমদ, সাইফ উদ্দিন হীরা, ইসহাক আলী প্রমুখ।

অপরদিকে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হুইপ সেলিম উদ্দিন এমপি বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুত উদ্বোধনের সময় বিদ্যুত না থাকায় উপস্থিত উত্তেজিত জনতা জকিগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফা কামালকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে অশ্লীল ভাষায় গালি গালাজ করে তাঁর অপসারণ দাবী করে।

কোন উপায়ন্তর না দেখে ডিজিএম উর্ধ্ধতন কতৃপক্ষকে মোবাইল ফোনে এই এলাকায় বিদ্যুত সংযোগ দেয়ার অনুরোধ করলে অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। পরে এমপি সেলিম উদ্দিন সুইচ টিপে বিদ্যুতের উদ্বোধন করেন।

অন্যদিকে অবরুদ্ধ ডিজিএম মোস্তফা কামালকে এমপি সেলিম উদ্দিনের অনুরোধে একদল পুলিশ উদ্ধার করে নিয়ে আসে।


(এসকেপি/এসসি/সেপ্টেম্বর২২,২০১৫)