জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের কাজলসার ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার কাজলসার ইউপি ২নং ওয়ার্ডের আফতরুন নেসাসহ ৬ জনের স্বাক্ষরিত ও ইউপির সদস্য আব্দুস সালাম ঘটনাটি সত্য বলে সুপারিশ সম্বলিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বরাবরে দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ রয়েছে, ভিজিএফ চাল বন্টনের তালিকায় তাদের নাম থাকলেও তাদের মাঝে তা বন্টন না করে চেয়ারম্যান নিজে ভিজিএফ চাল আত্মসাৎ করে নেন। আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।

কাজলসার ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, ২নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম ও উপজেলা নির্বাহী অফিসারের যোগসাজুসে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

তিনি ভিজিএফের চাল আত্মসাতের ঘটনাটি অস্বীকার করে বলেন, চাল বন্টনের সময় সালাম মেম্বার চাল বিতরনের সময় উপস্থিত না হয়ে উল্টো তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করান। তিনি ইউএনওর হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন, অভিযোগের প্রেক্ষিতে জকিগঞ্জ থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

(এসপি/এলপিবি/সেপ্টেম্বর ২৩, ২০১৫)