পটুয়াখালী প্রতিনিধি :সৌদি আরবের সাথে সংগতি রেখে পটুয়াখালীর ২২ গ্রামের সহস্রাধিক পরিবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করছেন আজ। প্রতি বছরের মতো এবারও  এসব পরিবারগুলো ঈদুল আযহা উদযাপন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আজ সকাল সাড়ে ৯ টায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে তাদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে । এ জামাতে ইমামতি করেন দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃরফিকুল ইসলাম গনি ।

বদরপুর দরবার শরীফের পরিচালক নাজমুস শাহাদাত জানান, এ বছরও জেলার সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা, ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, ইটবাড়িয়া, নাইয়াপট্টি, বাদুরতলী, মিঠাগঞ্জসহ ২২ গ্রামে ঈদুল আয্হা উদযাপন হচ্ছে।

(এসডি/এসসি/সেপ্টেম্বর২৪,২০১৫)