উত্তরাধিকার ৭১ ডেস্ক : আপনি কি জানেন আপনার পূর্বপুরুষরা মিশরীয়, রোমান, গ্রীক না জার্মান? জানতে চাইলে এক বার নিজের পায়ের দিকে তাকাতে হবে। অবাক হওয়ার কিছু নেই। কারণ আপনার পায়ের গড়নই আপনাকে পূর্বপুরুষদের ঠিকানা বলে দিতে পারবে।

সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে মানুষের পায়ের গড়ন তার পূর্বপুরুষের নিবাস ইঙ্গিত করে। ছবির সঙ্গে মিলিয়ে জেনে নিন আপনার আদি নিবাস কোথায়। ইতোমধ্যে তারা বেশ কিছু তথ্য পেশ করেছেন, যা গবেষণার ফলকেই প্রমাণিত করে।

গবেষণায় দেখা গিয়েছে, বংশগতির ধারা বেশ কয়েকটি মাধ্যমে উত্তরাধিকারীদের মধ্যে সঞ্চারিত হয়। ত্বক, চুল, চোখের রং এবং শারীরিক গঠন দেখে তা বোঝা যায়। আবার নৃতত্ত্ববিদ্যা অনুযায়ী মানুষের অঙ্গসংস্থান প্রক্রিয়া অনেকটাই তার পূর্বপুরুষের ওপর নির্ভর করে। অন্য এক গবেষণায় দেখা গিয়েছে, স্থানীয় বা পারিবারিক বৈশিষ্ট্য মানুষের ওপর প্রভাব ফেলে থাকে। যেমন, হাতের ছাপ। মিশ্র বংশগতি অর্থাত্‍‌ যারা অন্তত ৫০০ বছর পূর্বে অন্য জাতির সঙ্গে মিশে গিয়েছে, তাদের ওপরও গবেষণা চালানো হয়েছে। সেই গবেষণায় দেখা গিয়েছে, খুব কম সংখ্যক জাতিই নিজেদের বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে।
(ওএস/এইচ/মে ২৫, ২০১৪)