সাতক্ষীরা প্রতিনিধি: ফেসবুকে হজ্ব সম্পর্কে ধর্মীয় উস্কানিমুলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক এনজিও পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোহন কুমার মণ্ডল (৩৮)। তিনি শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রামের শিবপদ মণ্ডলের ছেলে।

শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি আকবর কবীর জানান, শ্যামনগর উপজেলার বেসরকারী সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডলকে হজ্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে একটি ষ্টাটাস দেন। মোহন কুমার মন্ডল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন ‘শয়তানকে পাথর মারতে মিনায় যেতে হবে কেন-লাশ দেখে মনে হয় লতিফ সিদ্দিকী ভাই ঠিকই বলেছিলেন’।

তার এ স্ট্যাটাস মুসলিম ধর্মীয় অনভুতিতে আঘাত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের নজরে আসে। বিষয়টি তাৎক্ষণিকতভাবে স্থানীয় থানাকে অবহিত করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে মোহন কুমার মণ্ডল জানান, তিনি ইচ্ছাকৃতভাবে কোন ধর্মীয় অনুভুতিতে আঘাত আনতে চাননি। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, ফেসবুকে মোহন কুমার মণ্ডলের স্ট্যাটাসটি তিনি দেখেছেন। এটা মুসলিম ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল। এ ঘটনায় শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মোহন কুমার মণ্ডলের বিরুদ্ধে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মুনসুর সরদারের গ্যারেজ মোড় থেকে গ্রেফতার করা হয়েছে।

(আরকে/এলপিবি/সেপ্টেম্বর ২৬, ২০১৫)