রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাংওয়া পাড়া জিঞ্জিরাম নদীতে এলাকাবাসীর উদ্যোগে রবিবার নৌকা বাইচ ফাইনাল ম্যাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নর-নারী ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় করে নদীর দুই তীরে। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ইউনিয়ন থেকে ৬ টি ছোট বড় নৌকা অংশ নেয়।

প্রধান অতিথি হিসাবে ছিলেন, মিজানুর রহমান মিনু চেয়ারম্যান শৌলমারী ইউনিয়ন পরিষদ ও প্রাপ্তন মেম্বার আয়নাল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনামুল হক, বায়জিত হোসেন বোস্তামী প্রমুখ। পুরস্কার হিসাবে দেয়া হয় একটি বড় খাসি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দিন দিন নদী ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে পানি কম থাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সমস্যা হচ্ছে। ১’শ বছরের ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা আমাদের পুর্বপুরুষরা আয়োজন করে এসেছেন তা বজায় রাখার জন্যই এ উদ্যোগ।

(এসএইচএস/এলপিবি/২৬ সেপ্টেম্বর, ২০১৫)