সিরাজগঞ্জ প্রতিনিধি :  ৬ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের কারণে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার এলাকায় পণ্যবাহী সহ কয়েকশ যানবাহন আটকা পড়েছে।

এসব যানবাহন ঢাকা থেকে উত্তর বঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তর বঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল।সিরাজগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা কড্ডার মোড়ে যান চলাচলে বাঁধা দিলে যানবাহন গুলো আটকা পড়ে। আটকে পড়া যানবাহনের মধ্যে অধিকাংশই পণ্য বাহী। এদিকে ধর্মঘটের কারনে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী।

উল্লেখ্য মহাসড়কে পুলিশি চাঁদাবাজী বন্ধ, বঙ্গবন্ধু সেতুতে ওজন স্কেলে ওভার লোডিং এর নামে হয়রানী বন্ধ, অবৈধ নছিমন করিমন বন্ধ, রুটপারমিট বহির্ভূত যান চলাচল বন্ধ, বিআরটিসির বাস নির্ধারিত ডিপো থেকে চলাচল এবং বিআরটিএর ট্যাক্স টোকেন ফি কমানো ও দূর্ঘটনায় নিহতর ঘটনায় চালকদের বিরুদ্ধে হত্যা মামলা না দেয়ার দাবীতে রাজশাহী বিভাগীয় বাস ট্টাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ভোর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় ভোর থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয়।

(এসএস/জেএ/মে ২৫, ২০১৪)