মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রামে মাজেদুল শেখ (২৩) হত্যাকান্ডের ঘটনার প্রধান সন্দেহভাজন বিপু মাতব্বর (২৮) ও তার স্ত্রী ফাতেমা (২১)কে গ্রেফতার করেছে পুলিশ।

ফাতেমার সাথে পরকীয়ার কারণেই মাজেদুলকে কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপু পুলিশের কাছে স্বীকার করেছে।

গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল চারটার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ৮ সেপ্টেম্বর গভীর রাতে তাকে হত্যা করা হয়।

নিহত মাজেদুল শেখ ওই গ্রামের খবির শেখের ছেলে। ঘটনার রাতে তাকে গলা কেটে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখে যায় ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, নিহত মাজেদুলের সাথে বিপুর স্ত্রী ফাতেমা বেগমের পরকীয়া প্রেম ছিল। ঘটনার রাতে মাজেদুল গোপনে বিপুর স্ত্রী ফাতেমার সাথে দেখা করতে যায়। এ সময় তারা বিপুর কাছে ধরা পড়ে গেলে বিপু ও তার সঙ্গীরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে মাজেদুলের বাড়ির পাশের বাঁশ বাগানে মাটি খুড়ে চাপা দেয়। পরদিন বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, রক্তমাখা লাঠি, গেঞ্জি ও ছুরির বাট আলামত হিসেবে জব্দ করে । তদন্ত শেষে গতরাতে বিপুকে তার পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

(ডিসি/এনএস/২৭ সেপ্টেম্বর, ২০১৫)