শরীয়তপুর প্রতিনিধি: রবিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে বাসের চাপায় মোটর সাইকেল চালক শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপারের গাড়ি চালক নিহত হয়েছেন।

নিহত মোঃ উজ্জ্বল মিয়া (২৮) শেরপুর জেলার সদর উপজেলার বাশেররচর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার সময় শরীয়তপুর জেলা কারাগারের গাড়ি চালক উজ্জল মিয়া মোটর সাইকেল যোগে তার কর্মস্থলে যাওয়ার পথে জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে পৌছলে গ্লোরী পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ ১১-১৯৫৫) পিছন দিক থেকে দ্রুত গতিতে এসে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। উজ্জল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। বিকাল সাড়ে ৩টায় জেলা কারাগার চত্বরে উজ্জলের নামাজে জানাজা শেষে তার মরদেহ শেরপুরের গ্রামের বাড়িতে সরকারি ব্যবস্থাপনায় পাঠানো হয়।

শরীয়তপুর জেলা কারাগারের তত্বাবধায়ক (জেল সুপার) এস এম কামরুল হুদা বলেন, গাড়ি চালক উজ্জল মোটর সাইকেল নিয়ে অফিসের কাজে বাইরে গেলে এ দুর্ঘটনা ঘটে। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে সহায়তা প্রদান করা হবে। ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে তার মরদেহ পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

(কেএনআই/এলপিবি/২৭ সেপ্টেম্বর, ২০১৫)