গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ময়ের হোসেন ওরফে মনির (৫০) নামে এক ডাকাত সর্দারকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামাড়ি গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মনির একই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনির হোসেন পেশায় একজন ডাকাত। তার নেতৃত্বে ফুলছড়ির বিভিন্ন চরে ডাকাতি সংঘটিত হয়। শুক্রবার সকাল থেকে মনির কয়েকজনের একটি সশস্ত্র ডাকাত দল নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করছিল। ডাকাতির উদ্দেশ্যে ওইদিন রাতে ডাকাতদল নৌকায় উঠলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ডাকাত বলে চিৎকার করে। এ সময় অন্যরা বিচ্ছিন্নভাবে দৌড়ে পালিয়ে গেলেও মনিরকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।

(আরআই/এলপিবি/২৭ সেপ্টেম্বর, ২০১৫)