সুমন শুদ্ধ : স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস (আন্তর্জাতিক ভাষা দিবস), বিজয় দিবস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অন্য যে কোন দিবসে শিবনারায়ণ দাসের পতাকাটি পরিচিত। পতাকা উৎসব দিবসে শুধু স্মরণকরি বাংলাদেশের জাতীয় পতাকার স্রষ্টাকে এবং জাতীয় পতাকা বেসরকারিভাবে বহুল ব্যবহার দেখতে পাই। সত্যি কী মূল্যায়ন হয়েছে বাংলাদেশেরে পতাকার স্রষ্টার ?

অনুগ্রহ করে সত্যকে সম্মান দিন জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান নয়, শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাসের পতাকাটি আমাদের পরিচিত কিন্তু শিবনারায়ণ দাসের নাম আমরা ক’জন জানি ? শিবনারায়ণ দাসের পতাকায় মানচিত্র ছিল । সেই পতাকাই আসম আবদুর রব উড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ মার্চ । সেই পতাকাই বঙ্গবন্ধু ২৩শে মার্চ উড়িয়েছিলেন ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে। তবে কেন শিবনারায়ণ দাসের পতাকা হতে স্বাধীনতার পরে শুধু মানচিত্র বাদ দিয়ে নকল করে কামরুল হাসান আজ পতাকার ডিজাইনার হলেন! তিনি তো পরিবর্তন পরিবর্ধন করেছেন মাত্র। মূল ডিজাইনার তো শিবনারায়ন দাশই।

রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০১৫, দুপুরের দিকে খবর পেলাম শিব নারায়ন দাশ কিডনি রোগে আক্রান্ত, তাঁর শারীরিক অবস্থার খবর নিতে গিয়ে উত্তরাধিকার ৭১ নিউজ থেকে একটি সাক্ষাৎকার মুঠোফোনে নেয়া হল। উত্তরাধিকার ৭১ নিউজের পাঠকদের জন্য সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হল :

উত্তরাধিকার ৭১ নিউজ : স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস (আন্তর্জাতিক ভাষা দিবস), বিজয় দিবস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অন্য যে কোন দিবসে আপনার নাম, শিবনারায়ণ দাসের সম্মান ফেরত দেয়ার দাবি ওঠে বিভিন্ন মাধ্যমে । এ বিষয়ে আপনার মতামত কি ?

শিবনারায়ণ দাস : (রাগের স্বরে) এগুলো নিয়ে যারা ভাবার তারা ভাববে। আমাদের কাজ আমরা করেছি। এসব নিয়ে ঘাটানোরও কিছু নেই। একটা সময় দরকার ছিলো করেছি। এখন আর এসব নিয়ে এতো হৈচৈ করার কি আছে। সেই সময়টাতে আমি না থাকলে অন্য কেউ করতে পারত।

উত্তরাধিকার ৭১ নিউজ : এখনকার প্রজন্ম বিকৃত ইতিহাস জানছে, পাঠ্যপুস্তকেও মিথ্যা প্রকাশিত হচ্ছে, সেটা নিয়ে আপনার কি ভাবনা ?

শিবনারায়ণ দাস : এখনকার প্রজন্মের ছেলে-মেয়েদের আপনারা শুধু এটুকু জানান, যে কম্পউটার আর মোবাইলে গোতাগুতি না করে বই পুস্তক বেশী করে পড়তে । বই পড়তে উৎসাহিত করুন ও লাইব্রেরী ওয়ার্ক করতে বলুন । তাহলে সব জানতে পারবে ।

উত্তরাধিকার ৭১ নিউজ : আপনি যে সময়টাতে পতাকার ডিজাইন করেছিলেন তা বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিহাস হয়ে আছে। আপনার অবদান ইতিহাসের পাতায় উজ্জল হয়ে আছে, তবে এখন বাংলাদেশের পাঠ্যপুস্তকসহ অনলাইন মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যম বিকৃত অবস্থায় রয়েছে যে ?

শিব নারায়ন দাশ : এখানে সমস্ত ব্যপারটাই বিকৃত হয়ে আছে। বাংলাদেশের যে সংবিধান, পঞ্চদশে যে সংশোধন করেছে সেখানে মুক্তিযুদ্ধের আর কিছু আছে ? মুখে উচ্চারণ ছাড়া আর কি কিছু আছে ? এইযে স্টেট রিলিজিওন করলেন তাতো মেনে নিলেন । দৃষ্টির অগোচরে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে আতাত করে, তলে তলে ক্ষমতা আকড়ে ধরে রাখার জন্য রয়েছে প্রতিটা শাসক । মুক্তিযুদ্ধ কি দিয়েছে, মুক্তিযুদ্ধ কি শেষ ? মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এখন বেশী প্রয়োজন । সেই অসমাপ্ত কাজের জন্য আন্দোলন করা, সেটা না করে সবই মেনে নিয়ে বসে আছি আমরা !

উত্তরাধিকার ৭১ নিউজ : কয়েকটি হিন্দু সংগঠনসহ বিভিন্ন সংগঠন যে বর্তমানে আপনার সম্মান ফেরত দেয়ার দাবি করছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বর্তমান সরকারের কাছে ?

শিব নারায়ন দাশ : শত্রু সম্পত্তি থেকে শেখ মুজিব সরকার করলেন অর্পিত সম্পত্তি, সংসদে সেটা এনে বর্তমান সরকার টালবাহানা করছে । এগুলো নিয়ে সংসদে কথা হয় ক্ষমতা ছাড়ার শেষ মুহুর্তে । এসব কথা সব সময় লঘু সম্প্রদায়ের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত (হিন্দুদের নেতা) সরকারের মুখপাত্র হিসিবে ভুমিকা রাখেন । বলেন, যাদের ঘর-বাড়ী আজকে নাই, তারা অস্তিত্ব সংকটে পড়েছে না ? এই দেশে যেখানে ৩১শতাংশ জনগুষ্ঠির বসবাস ছিলো, সেই জনগোষ্ঠি আজ ৯ থেকে ৭ শতাংশে নেমে আসেছে ! তারমানেটা কি? এইদেশ অসাম্প্রদায়িক, সুখি-সমৃদ্ধ, সব জনগুষ্ঠি মিলেমিশে বসবাস করছে তাই কি প্রমাণ হয় ? মুক্তিযুদ্ধ তো এই কথা বলেনা, আমাকে বলেন মুক্তিযুদ্ধটা কোন জায়গাতে আছে ?

উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধ করেও তবে কি লঘু জনগুষ্ঠি মুক্ত হয় নাই ?

শিব নারায়ন দাশ : স্বাধীনতা যুদ্ধে সবচাইতে নির্যাতিত হয়েছে হিন্দু জনগুষ্ঠি । ধনে. মানে, জনে, অর্থে, বিত্তে সমস্ত অস্তিত্ব বিপন্ন করেছে এই মুক্তিযুদ্ধে । সেই বিপন্ন সম্প্রদায় কি পেয়েছে ? দুটা শব্দ পেয়েছে,'অর্পিত সম্পত্তি'। আর কিছু পেয়েছে ? এই যদি অবস্থা হয় তাহলে এখানে রাজনীতিটা কি হওয়া উচিত? কোন জিনিসটা নিয়ে কাজ করা উচিত ? এরকম অবস্থা আসবে কেনো ? এরকম রাজনীতি করবে কেনো? এটাতো মুক্তিযদ্ধের চেতনা নয় ! এখন যখন আপনারা আমার পিছনের কার্যকলাপ (পতাকার স্রষ্টা) নিয়ে আলাপ করেন, জিজ্ঞেস করেন আমার খুব বিরক্ত লাগে । আমি খুব বিব্রত বোধ করি । অগুলো যা হবার তাতো হয়েই গেছে, কিন্তু এখন যে অন্যায় মাথায় করে নিয়ে দিন কাটাচ্ছি এবং মেনে নিচ্ছি। এই জায়গা গুলোতে কেউ জোরাল ভাবে কথা বলেনা ! আপনারা বলেন…

উত্তরাধিকার ৭১ নিউজ : ধন্যবাদ দাদা আপনার আরোগ্য কামনা করছি।

শিবনারায়ণ দাস ও ধন্যবাদ জানালেন আমাদের পাঠকদের, সাথে করে উনার বক্তব্যগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন জোরাল করার আহ্বান করেন।

(এসএস/অ/সেপ্টেম্বর ২৭, ২০১৫)