জকিগঞ্জ প্রতনিধি :জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত গত ২৩ সেপ্টেম্বর তারিখের এক প্রজ্ঞাপনে উপজেলা চেয়ারম্যান ইকবাক আহমদ তাপাদারকে এ বরখাস্তের আদেশ প্রদান করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারী জিআর ৭০/১২ দায়েরকৃত মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এর ক্ষমতা প্রয়োগ উপজেলা পরিষদের জন্য স্বার্থহানিকর ও প্রসাশনিক দৃষ্টিকোন থেকে সমীচীন নয় মর্মে প্রতীয়মান হওয়ায় তাকে বরখাস্তের সিন্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ ধারা সংশোধিত এর ১৩গ ধারায় (১) উপধারা অনুযায়ী জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো।

এ ব্যাপারে বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, মামলাটি হলফ নামায় উল্লেখ আছে। বেআইনীভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে। প্রয়োজনে আমি আদালতের দারস্থ হবো।



(এসকপি/এসসি/সেপ্টেম্বর২৭,২০১৫)