পটুয়াখালী প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের উপর প্রচারনার উদ্যোগ হিসেবে জেলা প্রশাসনের উদ্দ্যোগে সোমবার থেকে পটুয়াখালীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার সকাল ৯টায় মেলার উদ্বোধন উপলক্ষ্যে জেলা সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এর পর সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগদেন অতিথিবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ, জেলা তথ্য অফিসার মোঃ জাকির হোসেনসহ আরও অনেকে।

(এসডি/এলপিবি/সেপ্টেম্বর ২৮, ২০১৫)