মায়ের চিন্তা

মায়ের চিন্তা যায় কখনো?

যায় না।

একা একা খায় কখনো?

খায় না।

খোকার চিন্তা খুকীর চিন্তায়

রাত যায় দিন যায়

তাদের মঙ্গল কামনায়।

ভবিষ্যতের ভাবনায়

মায়ের শক্তি ফুরায়

সন্তানের সাফল্যে শক্তি বাড়ায়

সারাক্ষণ থাকে শংকায়

নয়নের মণি কখন হারায়।

আজীবন আমার তোমার মায়

সন্তানের জয়গান গায়।

স্বজন-প্রীতি

হারিয়ে যাবো বলেই আমি যাই হারিয়ে রোজ

ছোট্টবেলার বন্ধুরা তাই নিচ্ছে না আর খোঁজ

হারিয়ে যাবো বলেই আমি বড় হতে থাকি

মনের মতো ছোট্ট বেলা ফুরৎ ফুরৎ পাখি

মাঝে মাঝে ছোটবেলা হাত ইশারায় ডাকে

হঠাৎ করে ঝিলিক মারে কঁচি পাতার ফাঁকে

চমক দিয়ে উধাও হয়ে যায় যে অনেক দূরে

ছোট্টবেলা আমায় ডাকে নানান রকম সূরে

ছোট্টবেলা যেমন ছিল তেমন ভাবেই আছে

যখন ইচ্ছা তখন তারে আনতে পারি কাছে

কিন্তু আমার ছোট্ট হতে কোথায় যেন বাধা

সবই আমি বুঝতে পারি জীবন যুদ্ধে গাধা

কঠিন জীবন শুরু হতেই ছোট্টবেলার ইতি

হায়রে আমার ছোট্টবেলা গভীর স্বজন-প্রীতি।

যেতে চাও

যেতে চাও? যাবে যদি

যেতে পারো পাহাড়ে

একা যেতে ভয় পেলে

সাথে নিয়ে তাহারে

কাহারে?

বন্ধু ভাবো যাহারে।

যেতে চাও? যাবে যদি

যেতে পারো সাগরে

একা যেতে ভয় পেলে

সাথে নিয়ে 'তাগরে'

'কাগরে'?

বন্ধু ভাবো 'জাগরে'।

যেতে চাও ? যাবে যদি

একা একা হাঁটরে

একা যেতে ভয় পেলে

সোজা যাবে নাটোরে।

পা ধরে?

আরো বেশি হাটরে।