বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণের রাজনীতি করে। দেশে যখনই শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হয়েছে, তখন থেকেই দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে।

হুইপ রবিবার দুপুরে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কামিলপুর ও ৪৯ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের (কাঁঠালতলী) মুছেগুল কয়েছ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ আরো বলেন, আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন। এ সরকারের আমলে শিক্ষার হার বেড়েছে। বর্তমান সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছে। এর আগে একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধুই প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছিলেন। কিন্তু শিক্ষার তথা দেশের উন্নয়নে অন্য কোন সরকার কাজ করেনি। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি ও বৃত্তির ব্যবস্থা করেছে।

একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মইজ উদ্দিনের সভাপতিত্বে ও আমজাদ হোসেন পাপলু এবং শিক্ষক হাবিবুর রহমান কুটনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, শিক্ষা অফিসার পার্থ সারতি পাল, আওয়ামীলীগ নেতা আব্দুন নুর, উপজেলা যুবলীগ নেতা এনাম উদ্দিন, ব্যবসায়ী মহিউদ্দিন গুলজার, আশরাফ হোসেন, শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কায়েদে আজম, ইউনিয়ন যুবলীগ সভাপতি গৌছ উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।

(এলএস/এলপিবি/সেপ্টেম্বর ২৯, ২০১৫)