কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে এক হাজার শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে জাপান রেডক্রস সোসাইটির প্রতিনিধি দল।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের তত্ত্বাবধানে গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে এ সকল উপকরণ বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান রেডক্রসের ভাইস চেয়ারম্যান কেনজি আইডা, জাপান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান রেডক্রসের স্বেচ্ছাসেবক গ্রুপের সহকারী পরিচালক চিকো মাতসুবারা ও জাপান রেডক্রসের স্বেচ্ছাসেবক গ্রুপের সদস্য মাসাউকি কানেকো।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদরের চারটি কলেজ ও সাতটি উচ্চ বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোরগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ের উপর নাটিকা উপস্থাপন করা হয়।

এ সময় কিশোরঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল, যুব ও সেচ্ছাসেবক গ্রুপের পরিচালক সিকদার মোক্কাদেস আহমেদ, যুব অফিসার ফারুক ইকবাল পোলো, কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের পরিচালক মাহাবুবুল আলম, বিলকিস বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

(পিকেএস/এলপিবি/সেপ্টেম্বর ৩০, ২০১৫)