কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে পুলিশের ২ সদস্য আহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আবদুল মজিদ পুতু (২৮) নামের এক ডাকাতকে আটক করা হয়েছে।

রোববার ভোর ৪ টার দিকে চকরিয়া-লামা আলীকদর সড়কের ফাঁসিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
এতে গুলিবিদ্ধ অবস্থায় আবদুল মজিদ পুতু (২৮) চকরিয়া উপজেলার পালাকাটা এলাকার হাজি হোসেন আহমদের পুত্র।
এতে আহত হয়েছে চকরিয়া থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম ও ফরিদুল আলম। তাদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, সড়ক ব্যারিকেট দিয়ে ডাকাতির খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করা হয়। পুলিশও পাল্টা গুলি করে। এসময় পুলিশের ২ সদস্য আহত হয়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবদুল মজিদ পুতুকে আটক করা হয়। মজিদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা সহ বিভিন্ন অভিযোগে ১৮ টি মামলা রয়েছে।
(টিটি/এএস/মে ২৫, ২০১৪)