কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিন কিলোমিটার ক্যানেল সংস্কার করার কাজ শুরু করেছে।

আজ রবিবার সকাল ১০টায় উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর পূর্বপাড়ার টি থ্রি জি ক্যানেলটি জি কে মেইন ক্যানাল পর্যন্ত এ সংস্কার কাজ শুরু করেছে এলাকার তিন শতাধিক সাধারণ জনগণ।
উক্ত গ্রামবাসীদের সহযোগীতা করেন সদরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাইজাল হোসেন, সমাজ সেবক হাজী আফাজ উদ্দীন মলিথা, নুর আলম খাঁন, আব্দুল কুদ্দুস, হুজুর আলী খাঁন, ছৈরদ্দিন মোল্লা, রাহাত আলী বিশ্বাস, মুন্নাফ মাষ্টার, হেদায়েত খাঁন, ফরিদুল ইসলাম, গোলাম আলী প্রমূখ।
উল্লেখ্য গ্রামবাসীরা দীর্ঘ দিন ধরে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে উক্ত ক্যানেলটি সংস্কারের জন্য তাগাদা দিলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্যানেল সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে গ্রামবাসীর ২০০ একর জমির ফসল উৎপাদনের জন্য স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ক্যানেল খনন কর্মসূচী গ্রহণ করেছে। পানির অভাবে দীর্ঘ দিন যাবৎ উক্ত জমিতে কোন ফসল উৎপাদন হয় না। ক্যানেলের পানি আবাদি জমিতে সরবরাহের জন্য সদরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাইজাল হোসেন ১০টি পাইপ বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
(কেকে/এএস/মে ২৫, ২০১৪)