গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে শাহ আলম (৪৩) নামের এক ব্যক্তিকে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করেছে।

শাহ আলম উপজেলার নাসিরাবাদ (বগুড়া গ্রাম) গ্রামের মৃত আজিজুল হকের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে একই গ্রামের আব্দুল মালেক নামের একজনকে গ্রেফতার করেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকমর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নাসিরাবাদ বাজার এলাকায় রাত সাড়ে ৮টা/৯টার দিকে একটি চায়ের দোকান থেকে কয়েকজন লোক শাহ আলমকে ডেকে নিয়ে যায়। এরপর কমিউনিটি সেন্টার সংলগ্ন সাইফুলের দোকানের পিছনে শাহ আলমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, নিহতের মাথা,কপাল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ কয়েকদিন আগে পুলিশের হাতে আটক স্থানীয় ৪/৫ জন গাঁজাখোর, জুয়ারী সাজা ভোগের পর জেল থেকে বেড়িয়ে এসে শাহ আলমকে হত্যার হুমকী দিয়ে আসছিল।

(এসআরডি/এলপিবি/অক্টোবর ২, ২০১৫)