কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় থেকে অপহৃত স্কুল ছাত্রী চম্পা নাথ (১৫) কে ৫১ দিন পর খুলনা সুন্দরবন থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে খুলনার সুন্দরবনের গুড়ি গোয়ালিনী নদীর মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে মুর্মুষ অবস্থায় এ ছাত্রীকে উদ্ধার করা হয়।
বর্তমানে ওই ছাত্রী সাতক্ষিরা জেলা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া চম্পা নাথ (১৫) গত ৪ এপ্রিল দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশন থেকে অপহরণ হয়। সে ওই এলাকার রাখাল নাথের কন্যা।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, গত ৪ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছিল চম্পা নাথ। এ সময় মাইক্রোবাসযোগে এসে একদল দূর্বত্ত চম্পাকে গাড়িতে তুলে কক্সবাজারের দিকে নিয়ে যায়। মেয়ে অপহরণের ঘটনায় বাবা রাখাল নাথ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ঘটনার ১০দিন পর চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, চম্পা নাথ অপহরণ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করার পাশাপাশি এই তিনজন ছাড়াও আরো চারজনকে সন্দিগ্ধ আসামী দেখিয়ে পুলিশ সুপারের কাছে আরো একটি অভিযোগ দেওয়া হয়। এই অভিযোগের প্রেক্ষিতে অপহরণ মামলার প্রধান আসামী দিলীপ মল্লিকের মামা ঝন্টু মল্লিককে (২৩) আটক করা হয়। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এবং অপহৃতা চম্পার ব্যাপারে কোন মুখ না খোলায় এই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এর মধ্যে রোববার ভোরে খুলনার সুন্দরবনের গুড়িগোয়ালিনী নদীর মুঞ্জিগঞ্জ লঞ্চ ঘাট থেকে মুর্মুষ অবস্থায় এ ছাত্রীকে উদ্ধার করা হয়।
তিনি জানান, একটি লঞ্চে মুমুর্ষাবস্থায় থাকা এ ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় লোকজন একটি হাসপাতালে ভর্তি করায়। জ্ঞান ফিরার পর ওই ছাত্রীর পরিচয় সনাক্ত হয়। ছাত্রীটি এখনো সাতক্ষিরা জেলা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। ওখান থেকে চকরিয়ায় ফেরত আনার প্রক্রিয়া চলছে।
(টিটি/এএস/মে ২৫, ২০১৪)