বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার মা শাহাভানু ফাউন্ডেশন নামের একটি এতিম খানা ও মাদ্রাসার রান্নাঘরে এবং একটি খড়ের গাঁদায় গত শনিবার রাত পৌনে চারটার দিকে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। এঘটনায় ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বামনা থানায় একটি মৌখিক অভিযোগ করলে বামনা থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহাভানু ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত পৌনে চারটায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মো. আবুবকর নামাজ আদায় করার জন্য বাহিরে বের হলে প্রথমে আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এতিম খানার ছাত্র ও স্থানীয়রা মিলে পানি ঢেলে রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে আনেন। খড়ের গাঁদার আগুন নিভানো সম্ভব না হওয়ায় সেটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। তবে এঘটনায় ওই এতিম খানায় অবস্থানরত কোন এতিম হতাহত হয়নি। ইতিপূর্বে ওই মাদ্রাসায় দুর্বৃত্তরা কয়েকটি সৌরপ্যানেল চুরি করে নেওয়া সহ বেশ কয়েকটি পালিত কুকুরকে বিষপানে হত্যা করে।
এ ঘটনায় এতিমখানার অধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, এতিমদের প্রতিষ্ঠানে এভাবে অগ্নিসংযোগ যারা করেছে তাদের শাস্তি হওয়া উচিত। রাতের বেলায় ঘটনাটি ঘটায় কে বা কাহারা এই অগ্নিসংযোগ করেছে আমরা বলতে পারছিনা। পুলিশকে জানিয়েছি তারা ব্যবস্থানেওয়ার আশ্বাস দিয়েছেন।
বামনা থানা অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, ওই এতিমখানার সুপার বামনা থানায় একটি মৌখিক অভিযোগ করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগব্যবস্থা নিবো।
(এমএইচ/এএস/মে ২৫, ২০১৪)