মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরের মধ্যচর গ্রামে শুক্রবার দুপুরে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কণের বাবা ও হুজুরকে তিন দিনের জেল ও ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর গ্রামের খোয়াজপুর হাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মজিদ খানের মেয়ে সুমাইয়া আক্তারের সাথে পাশের গ্রাম ফেরিঘাটবাজারের নুরুল আহম্মেদ বেপারীর ছেলে কালাম আহম্মেদ বেপারীর বৃহস্পতিবার রাতে হুজুরের মাধ্যমে বিয়ে হয়।

ই সংবাদ পেয়ে মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা শুক্রবার দুপুরে কনের বাড়ি যায়। এ সময় ঘটনার সত্যতা পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের বাবা মজিদ খান ও বিয়ে পড়ানো হুজুর মো. সেলিম ওরফে ডাক্তার সেলিমকে তিন দিনের জেল ও ১ হাজার টাকা করে জরিমানা করেন।

মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এলপিবি/অক্টোবর ২, ২০১৫)