মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার শ্রীপুর থানা পুলিশ তাদের আটক করে।

প্রতারণার অভিযোগে আটককৃতরা হলেন ওই উপজেলার কমলাপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মোঃ শামীম আহম্মেদ (৩২), এমেদুজ্জামানের ছেলে মোঃ জিয়াউর রহমান খান (৩৫), মৃত নুরুদ্দিনের ছেলে সাইদুর রহমান (৪০) ও আবুল হোসেনের ছেলে তুষার খান (২৮)।

শ্রীপুর থানার এসআই ওলিয়ার রহমান জানান, আটক চার যুবক ঢাকার একটি চক্রের সঙ্গে মিশে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে কয়েকশ’ বেকার যুবকের কাছ থেকে ৩০ হাজার থেকে ২ লাখ টাকা করে হাতিয়ে নেয়। গত কয়েকদিন ধরে প্রতারিতরা এ বিষয়ে অভিযোগ দেন। গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার আদালতে উপস্থাপন করে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ডিসি/এলপিবি/অক্টোবর ২, ২০১৫)