লোহাগড়া (নড়াইল) প্রতনিধি : লোহাগড়ার জয়পুর আল জামেয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে নির্দয়ভাবে প্রহার করেছে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জিল্লুর রহমান। আহত শিক্ষার্থীকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে রবিবার কার্যনিবাহী পর্ষদের সভায় কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার দুপুরে ছুটির পর জয়পুর আল জামেয়াতুল ইসলামী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জিল্লুর রহমান আবাসিক শিক্ষার্থীদের জ্বালানী কাঠ মাঠ থেকে ঘরে উঠাতে বলেন। কাজ শেষ হওয়ার পর ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ও বয়রা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাব্বির মোল্যা (১২) শিক্ষককে ক্বারী হুজুর বলে ডাক দেওয়ার কারণে শিক্ষক জিল্লর রহমান ক্ষিপ্ত হয়ে জ্বালানী কাঠ দিয়ে ওই শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে শিক্ষার্থীর পিঠের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি করে। তাকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাব্বির মোল্যা হাসপাতালে কান্না জড়িত কন্ঠে বলেন, ক্বারী হুজুর বলে ডাক দেওয়ায় তিনি আমাকে চলাকাঠ দিয়ে মারপিট করেন। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জিল্লুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।
মাদ্রাসার সুপার বদরুল আলম বলেন, ছাত্রকে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে রবিবার কার্যনির্বাহী পর্ষদের সভায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
(আরএম/এএস/মে ২৫, ২০১৪)