ময়মনসিংহ প্রতিনিধি : সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে- বললেন মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। রবিবার ময়মনসিংহ জিলা স্কুল অডিটরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪ উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন নতুন উদ্ভাবনী আবিষ্কার করে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পৃথিবীর সবকিছু এখন হাতের নাগালে। আমাদের দেশকে ডিজিটাল ও আমাদের ছেলে মেয়েদেরকে ডিজিটাল হিসেবে গড়ে তোলার জন্য সরকার সেই প্রচেষ্টা চালাচ্ছেন। তথ্য প্রযুক্তি হবে ছেলে মেয়েদের হাতিয়ার। ছেলে মেয়েরা যেখানে পড়াশোনা করবে সেখানে মান যেন উন্নত হয় সেদিকে লক্ষ রাখতে হবে। মানুষ এক সময় চিন্তা করতে পারেনি চাঁদে যাওয়ার কথা। এখন সেই চাঁদে মানুষ বসবাস করছে এবং সেখানে জমিও বিক্রি হচ্ছে। আইটি গ্রামের কৃষকদের কাছে পৌছে দিতে হবে। যাতে কৃষকরা সঠিকভাবে জানতে পারে বিভিন্ন পণ্যের মূল্য সম্পর্কে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করার জন্য যে বক্তব্য দিয়েছে তা কার্যকর করা হবে। ডিজিটাল করার লক্ষ্যে আমরা অনেক দূর যেতে পারবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইমাম এমপি, সালাউদ্দিন মুক্তি এমপি, কামরুল ইসলাম মোঃ ওয়ালীদ, চেয়ারম্যান সদর উপজেলা, ময়মনসিংহ; প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মোহাম্মদ আব্দুল আহাদ। এছাড়াও আরও বক্তব্য রাখেন, শামছুল আলম, কৃষি কর্মকর্তা, সদর, ময়মনসিংহ; মোখলেছুর রহমান মামুন, পরিচালক, আনন্দ মাল্টিমিডিয়া। এরপর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
(এমডি/এএস/মে ২৫, ২০১৪)