নাটোর প্রতিনিধি : রাজশাহী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আলসিবা খান মিমের দুইটি কিডনিই ৭০ শতাংশ অকেজো হয়ে গেছে। রোগের নাম-ক্রনিক কিডনি ডিজিজ। চিকিৎসকগণ অবিলম্বে তার অন্তত, একটি কিডনি সংযোজনের পরামর্শ দিয়েছেন।

কিস্তু এরজন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা তাদের নেই। এব্যাপারে তার পিতামাতা সকলের নিকট সাহায্য প্রার্থনা করেছেন। মিমের পিতা-হাসিম উদ্দিন খান, মাতা-আঞ্জুমান আরা খান। ইসলামী ব্যাংক, দৌলতপুর (খুলনা) শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ২৫০০৪-এ সাহায্য পাঠনো যাবে। মোবাইল: ০১৭৩৫ ৩৫৩৪৭৪ ।

(এমআর/এএস/অক্টোবর ০৩, ২০১৫)