রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় নাসনিয়ার বিল আলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোনিও (৪৮) নিহত হওয়ার ঘটনায় বাড়ির মালিক ও ব্যবসায়ীক পার্টনারসহ ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এরা হলেন, বাড়ির মালিক জাকারিয়া বালা, ব্যবসায়িক পার্টনার হীরা, ঘটনাস্থলের পাশের বাড়ির মালিক মুরাদ ও ঘটনার সময় তাকে বহনকারী রিকশাচালক মোন্নাফ।

এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির ও রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, জাপানিজ নাগরিক হোসে কোনিওকে হত্যার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি যে রিকশায় এসেছেন ও যে বাড়িতে বসেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশা করি ঘটনার মোটিভ উৎঘাটন করা সম্ভব হবে।

সকাল পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোসে কোনিও নিহত হন।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৫)